খাগড়াছড়িতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু করার লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ছাবের আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আধুনিক হাসপাতাল খাগড়াছড়ির ডা. শহীদ তালুকদার, সহকারী পুলিশ সুপার জিনিয়া চাকমা ও পরিবার পরিকল্পনা জেলা কর্মকর্তা আবদুলাহ ফারুক।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. ক্যাসিংউ মারমা। সভায় জেলার শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলার ৯৩৬টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ২১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য টার্গেট নেওয়া হয়েছে বলে জানানো হয় সভায়।
বিডি প্রতিদিন/এমআই