আগামীকাল সোমবার দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনে বাগেরহাট জেলার ৯টি উপজেলা ও দুইটি পৌরসভায় ১ লাখ ৭৬ হাজার ৭১৪ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের ২০ হাজার ৯৭৩ জন শিশুকে নীল ক্যাপসুল, আর ১২ থেকে ৫৯ মাসের ১ লাখ ৫৫ হাজার ৭৪১ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
রবিবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকশী।
তিনি জানান, জেলার ৯টি উপজেলার ৭৫টি ইউনিয়ন ও দুটি ২টি পৌরসভার (বাগেরহাট ও মোংলা) সমন্বয়ে স্বাস্থ্যকর্মীসহ চার হাজার ৪০৯ স্বেচ্ছাসেবী এক হাজার ৮৫৮টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করবে।
৬ মাস থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ৯৭৩ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৫ হাজার ৭৪১ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই