১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:২৪

ঘোড়াঘাটের জোড়া খুন মামলার প্রধান আসামি গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি

ঘোড়াঘাটের জোড়া খুন 
মামলার প্রধান আসামি গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটের চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামি মোঃ মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার রাজীবপুর ঘাট হতে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব-১৩ ও র‌্যাব-১৪ সদস্যরা। আটক মূলহোতা মোঃ মনিরুল ইসলাম (২৩), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট ইউপির খোদাতপুর গ্রামের মোঃ ওমর আলীর ছেলে। 

এই মামলায় অপর এক আসামি মোঃ আজাহার আলীকে (৬৫) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে র‌্যাব-১৩ দিনাজপুর ইতিমধ্যে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। 
ওই ঘটনার পর থেকে মূল হত্যাকারী মনিরুল ইসলামসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা। রবিবার র‌্যাব-১৩ দিনাজপুর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম এর সত্যতা নিশ্চিত করে নিজ অফিসে এক প্রেস ব্রিফিং করেছেন।

এসময় র‌্যাব-১৩ দিনাজপুর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম জানান, জোড়া খুনের ঘটনার পর মূল হত্যাকারী মনিরুল ইসলাম আত্মগোপনে চলে যায়। বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়েছে। 

তিনি আরও জানান, দিনাজপুরের ঘোড়াঘাটের খোদাতপুর গ্রামের মোঃ হায়দার আলী (৫২) একটি জমি ক্রয় করে। ঐ জমিটি ক্রয় করার পর থেকেই হায়দার আলীর সাথে আসামীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত ২৫ জানুয়ারি সকাল ৯টার  দিকে হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৫) ও  প্রতিবেশী ভাতিজা মোঃ রাকিব হোসেন মন্ডল (২২) ইরি ধানের জমিতে পানি দেয়ার জন্য গভীর নলকূপের (ডিপঘর) কাছে যায়। আসামি মোঃ ওমর আলীর বাড়ি সংলগ্ন এলাকায় এটি অবস্থিত। এসময়ে জমি সংক্রান্ত পূর্ব-শত্রুতার জের ধরে আসামি মোঃ ওমর আলী ও অন্যান্য আসামিরা তাদেরকে গালমন্দ করতে থাকে। একপর্যায়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে উপরোক্ত গ্রেফতারকৃত আসামিসহ তার সহযোগী অন্যান্যরা তাদের উপর অতর্কিত আক্রমন করে আসামি মোঃ মনিরুল ইসলাম ধারালো চাকু দিয়ে ভিকটিম মনোয়ার হোসেন মিমের পিঠে বসিয়ে দেয় এবং অন্যান্য আসামিরা ভিকটিম মোঃ রাকিব হোসেন মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহত ভিকটিমদ্বয়কে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

উক্ত ঘটনায় মৃত মনোয়ার হোসেন মিমের পিতা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি স্থানীয় এবং জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টির প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। র‌্যাব-১৩, দিনাজপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এই চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, দিনাজপুর এবং র‌্যাব-১৪, জামালপুর এর দুটি দল ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত সোয়া ১০টার দিকে কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানাধীন রাজীবপুর ঘাট হতে যৌথ অভিযান চালিয়ে হত্যাকান্ডের মূলহোতা মোঃ মনিরুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ মনিরুল ইসলামকে (২৩) জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে। 

বিডি প্রতিদিন/এএ 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর