২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৩৬

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৩৫ স্বেচ্ছাসেবক ছাঁটাই

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৩৫ স্বেচ্ছাসেবক ছাঁটাই

ফাইল ছবি

রোগী হয়রানি, নানা অনিয়ম, রোগীদের থেকে বাড়তি টাকা আদায় ও স্বেচ্ছাচারিতার অভিযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ৩৫ স্বেচ্ছাসেবককে ছাঁটাই করা হয়েছে। তারা সকলেই হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ছিল। সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্বেচ্ছাসেবকদের অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগ থেকে একটি আইপিএস চুরি যাওয়ার ঘটনায় সকলকে ছাঁটাই করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্বেচ্ছাসেবক বলেন, জরুরি বিভাগে চার শিফটে ৩৫ স্বেচ্ছাসেবক রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তারা বলেন, আইপিএস চুরির ঘটনায় সকলকে ছাঁটাই করা হয়েছে। একজনের কারণে সকলের ওপর দোষ চাপানো অন্যায়।

জানা গেছে, সম্প্রতি সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে একটি সরকারি আইপিএস চুরি হয়। গত শনিবার বিষয়টি নজরে আসে। পরে অনুসন্ধানে চুরির সাথে এক স্বেচ্ছাসেবকের সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং সেটি উদ্ধার করে কর্তৃপক্ষ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. আতাউর রহমান বলেন, জরুরি বিভাগে দায়িত্বরত উজ্জ্বল নামে এক স্বেচ্ছাসেবক আইপিএসটি চুরি করেছিল বলে প্রমাণ মেলে। এরপর দ্রুততম সময়ে আইপিএসটি দেয় অভিযুক্ত স্বেচ্ছাসেবক। জরুরি বিভাগে রোগীদের থেকে জোরপূর্বক মাত্রাতিরিক্ত অর্থ আদায়, হয়রানিসহ অনিয়মের অভিযোগ রয়েছে স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে। এ কারণে দায়িত্বরত সকল স্বেচ্ছাসেবককে ছাঁটাই করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর