চাঁদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সড়কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ১২টা ১ মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে শহিদ বেদীতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মিলন মাহমুদের নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারীর নেতৃত্বে জেলা পরিষদ ও চাঁদপুর পৌসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের নেতৃত্বে পৌর পরিষদ।
এর পরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, ফায়ার সার্ভিস, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনসমূহ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিডি প্রতিদিন/এএ