বগুড়ার শেরপুরে মাটি বোঝাই ট্রাকের চাপায় মায়া খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার আন্দিকুমড়া পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়া ওই গ্রামের মেরাজুল ইসলামের মেয়ে।
শেরপুর থানার উপ-পরিদর্শক মিথুন সরকার জানান, নিহত মায়া বাড়ির পাশের এক মুদি দোকানে যাওয়ার সময় দ্রুতগামী মাটি বোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে মারা গেছে। নিহতের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম