শিরোনাম
২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:৪৩

কুমিল্লায় রেললাইন থেকে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি:


কুমিল্লায় রেললাইন থেকে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

কুমিল্লার বানাশুয়া এলাকায় রেললাইনের ওপর এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মরদেহটি উদ্ধার করে পুলিশ। ওই যুবকের নাম মো. খায়রুল (২৮)। তিনি নরসিংদীর মাধবদীর আউয়াল মিয়ার ছেলে। 

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদের রহমান বলেন, সকালে খবর পাই একটি মরদেহ বানাশুয়া রেললাইনের ওপর পড়ে আছে। তার পকেট থেকে ঢাকা থেকে চট্টগ্রামের একটি টিকিট পাই। পরিবারের সাথে কথা বলে জানতে পারি, সোমবার ১১টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। 

তিনি বলেন, খায়রুল নরসিংদীর একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি করতেন। নিরাপত্তারক্ষীরা তাকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে ঘুরতে দেখেছেন। তিনি ঠিক কি কারণে কুমিল্লায় এসেছেন, সেটি স্পষ্ট নয়। তার এক পায়ের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের ধারণা, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। 
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর