বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি পালন করা হয়েছে। দিবসটি পালনে বিভিন্ন সরকারি, বেসরকারি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে।
একুশের প্রথম প্রহরে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জআমান, জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি দপ্তর, বগুড়া প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো মহান একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বগুড়া শহরের শহীদ খোকন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহর থেকে সকাল ১০টা পর্যন্ত সর্বস্তরের জনগণ এই শ্রদ্ধা নিবেদন করে।
মঙ্গলবার বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন, শহীদ বেদিতে এক মিনিট নীরবতা পালন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, সকাল আটটায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, ড. মকবুল হোসেন, টি জামান নিকেতা, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, প্রদীপ কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু, শাহরিয়ার আরিফ ওপেল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, গৌতম কুমার দাস, আমিনুল ইসলাম ডাবলু, সাবরিনা পিংকি প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল রাজী জুয়েল। জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ৯দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। বইমেলায় ঢাকা ও বগুড়া মিলিয়ে ৩৫টি স্টল স্থান পেয়েছে। বগুড়া প্রেসক্লাবের আয়োজনে শ্রদ্ধা নিবেদন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বগুড়া শব্দকথন সাহিত্য আসরের আয়োজনে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক এইচ আলিম।বিডি প্রতিদিন/এএম