গোপালগঞ্জে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় বোরকা পেঁচিয়ে রিবা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামে। তার স্বামীর নাম সিদ্দিকুর রহমান মৃধা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল