টাঙ্গাইলের সখীপুরে তিন দিনব্যাপী বই মেলার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দ্বিতীয় সূর্য। মঙ্গলবার বিকেলে উপজেলার ডাকবাংলো মাঠে এ মেলার শুভ উদ্ধোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
মো. হৃদয় খানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন প্রমুখ আলোচনায় অংশ নেয়। এ মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানায় বই মেলার অয়োজন কমিটি।
বিডি প্রতিদিন/হিমেল