নেত্রকোনার পূর্বধলায় জারিয়া-বিরিশিরি সড়কে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় সমলা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার পাবই দাসপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ওই নারী আব্দুল হেকিমের স্ত্রী।
জানা গেছে, ওই নারী সড়কের পাশে গাছের ঝড়াপাতা কুড়াচ্ছিলেন। এসময় দুর্গাপুর থেকে বালু বোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের কিনারায় ওই নারীর ওপর ওঠে পড়ে। এতে ঘটনাস্থলেই পাতাকুড়ানি নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে পূর্বধলা থানায় নিয়ে যায়। তবে চালককে আটক করেত পারেনি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার দুপুর দুইটার দিকে ওই নারী তার বাড়ির সামনে পাকা রাস্তার পাশে গাছের ঝড়া পাতা কুড়াচ্ছিলেন। এ সময় বিরিশিরি থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাতা কুড়ানো নারী সমলার ওঠে পড়ে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম