বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমীর আয়োজনে দারিদ্র্যমুক্ত মডেল গ্রাম বিনির্মাণ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কালশীমাটি গ্রামে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় দারিদ্র্যমুক্ত মডেল গ্রাম বিনির্মাণে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য, স্যানিটেশন, বাল্যবিবাহ, জেন্ডার ও সামাজিক নিরাপত্তা বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ।
একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ) ফেরদৌস হোসেন খান, পরিচালক (কৃষিবিজ্ঞান) মো. মিজানুর রহমান, পরিচালক (প্রশাসন) খালিদ আওরঙ্গজেব, যুগ্ম পরিচালক ড. শফিকুর রশিদ, ড. আব্দুল মজিদ, আবিদ হোসেন মৃধা, মো. মাযহারুল আনোয়ার, শেখ শাহরিয়ার মোহাম্মদ, উপ-পরিচালক মহিউদ্দিন, রেবেকা সুলতানা, শুভাগত বাগচি, মাশরুফা তানজিন, কর্মশালা সমন্বয়ক সহকারী পরিচালক তানজিল আনোয়ারি প্রমুখ।
কর্মশালায় কালশিমাটি গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এছাড়া একাডেমীতে চলমান বুনিয়াদি (বিসিএস ক্যাডার) কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
পল্লী উন্নয়ন একাডেমীর প্রায়োগিক গবেষণা কার্যক্রমের আওতায় মডেল গ্রাম হিসেবে কালশীমাটি গ্রামের দারিদ্র্য দূরীকরণে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) যা দারিদ্র্যের ব্যাপকতা নির্ণয়ে আয়-বৈষম্যের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের মতো বিষয়গুলো পরিমাপে কার্যকরী। তাই কালশীমাটি গ্রামে এই সূচক ব্যবহার করে দারিদ্র্য পরিমাপ করে মডেল গ্রাম হিসেবে সকলের দারিদ্র্য দূর করতে গত দুই বছর ধরে একাডেমী এই প্রায়োগিক গবেষণা পরিচালনা করছে। সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওই কর্মশালাটির আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই