মা ও মেয়েকে শ্লীলতাহানির মামলায় রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাহাবুর রহমান পলাশকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী সদর থানা পুলিশ পলাশের নিজ বাসা থেকে গ্রেফতার করেছে। কাউন্সিলর পলাশ পৌরসভার ভাজনচালা গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, ২০২০ সালে ভুক্তভোগী নারীর স্বামী মারা যান। এরপর নিরূপায় হয়ে বিনোদপুর নিউকলোনি মোড় এলাকায় রেলের জায়গা লিজ নেন তিনি। সোমবার বিকেলে লিজ নেওয়া জমিতে দোকানঘর নির্মাণের চেষ্টা করেন ভুক্তভোগী নারী। এ সময় পলাশ ও তার সহযোগীরা মিলে ভুক্তভোগী নারী ও তার মেয়েকে কাজ বন্ধের হুমকি দেন। এ সময় তার মেয়ে কাজ বন্ধ করার কারণ জানতে চাইলে তাকে শারীরিক আঘাত করেন। এক পর্যায় নারীকে বিবস্ত্র করে শ্লীলতাহানী করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে পলাশকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।
বিডি প্রতিদিন/এএ