বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে ভাষা ও স্বাধীনতা অর্জিত হয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধু ধাপে ধাপে জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় ধাবিত করেছিলেন।
ভাষার মাসে সকল ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে বলেন, ভাষা শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। বাংলাদেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে আন্তর্জাতিক পর্যায়ে আরো বিকশিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার উৎস।
মঙ্গলবার বিকালে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন এর আয়োজনে শ্রীরামকৃষ্ণদেবের ১৮৮তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করেন তিনি।
রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম সেবা, হুইপের একান্ত সচিব (উপসচিব) মোরারজী দেশাই, রামকৃষ্ণ আশ্রম ও মিশন ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী অজয় কুমার চ্যাটার্জী, সদস্য শ্রী নলিনী কান্ত রায়, শ্রী মানস কুমার ভট্টাচার্য প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল