নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুর এলাকায় একটি ঘরে জমে থাকা গ্যাসলাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডে ৪ দগ্ধ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কাঁচপুর বৈহাকের এলাকার বারেক মেম্বারের বাড়ির ভাড়াটিয়া বাবুল ঠিকাদারের বাসায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন সজিব, রুবেল, মামুন মিয়া ও জাকারিয়া।
আহতরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় রুমের ভেতরে ৪ জনই বসে ছিল। এ সময় ম্যাচ লাইট দিয়ে সিগারেটে আগুন জ্বালানোর সময় হঠাৎ করে আগুন লেগে যায়। এতে ঘরে থাকা ৪ জন দগ্ধ হন। পরে আহতদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে ৪ জন দগ্ধ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল