বগুড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মহিলা আওয়ামী লীগের দু’পক্ষের নেত্রী ও কর্মীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক নেত্রী ও এক কর্মী। মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার ধুনট উপজেলা পরিষদ সড়কের একটি খাবার হোটেলের সামনে এ ঘটে। এরআগে সোমবার রাতে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বলে জানা গেছে।
আহতরা হলেন ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লিপি আকতার (৩৮) ও মহিলা আওয়ামী লীগের কর্মী কাউসার জাহান কেয়া (৩০)। আহতদের মধ্যে লিপিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কেয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার ও সাধারণ সম্পাদক সুলতানা জাহানের মধ্যে দলীয় কর্মকান্ড নিয়ে বিরোধ রয়েছে। দীর্ঘদিন ধরে দু’পক্ষের নেতাকর্মী পাল্টাপাল্টি বিভিন্ন কর্মসূচি পালন করে। উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মুজিব চত্বর এলাকায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণকালে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে মঙ্গলবার সকাল থেকে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। এ অবস্থায় মঙ্গলবার দুপুর ২টার দিকে মহিলা আওয়ামী লীগের সভাপতির পক্ষের নেত্রী লিপি আকতার উপজেলা পরিষদ চত্বরে একটি হোটেলে খাবার খেতে বসেন। এ সময় সাধারণ সম্পাদকের পক্ষের কর্মী কাউসার জাহান কেয়া ওই হোটেলে ঢুকে লিপি আকতারকে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে লিপি ও কেয়ার মাঝে সংঘর্ষে তারা দুই জন আহত হন।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার বলেন, শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে ঝামেলা হয়। তারই জের ধরে লিপিকে হোটেলের ভেতর মারধর করেছে কাউসার জাহান কেয়া।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান বলেন, শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণকালে লিপি আকতার আমাদের ফুলের মালা ছিড়ে ফেলে। এ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কেয়াকে মারধর করেছে লিপি আকতার।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল