চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের খাদ থেকে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পাহাড়ের পাদদেশ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃত ব্যক্তির নাম আশুতোষ নাথ (৪৫)। তিনি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী। আশুতোষের কাকা সীতাকুণ্ড মেলা কমিটির সংস্কৃতিবিষয়ক সম্পাদক স্বপন কুমার নাথ এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল বলেন, গত শনিবার রাত থেকে আশুতোষ নিখোঁজ উল্লেখ করে তার স্ত্রী রবিবার সকালে থানায় জিডি করেন। সোমবার পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে মেলা কমিটি পাহাড়ের পাদদেশে মৃত অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখে। বিকেলে ফায়ার সার্ভিস চার ঘণ্টার চেষ্টায় মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের পর জানা যাবে, কীভাবে কতদিন আগে আশুতোষের মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ