রংপুরের কাউনিয়ায় নিজ বাড়ি থেকে শেফালী রাণী নামে (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার কুশা ইউনিয়নের মীরবাগ শ্যামপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শেফালী রাণীর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। শেফালী শ্যামপুর গ্রামের অবিনাশ চন্দ্র বর্মণের স্ত্রী।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফরহাদ মণ্ডল জানান, সকালে শেফালীকে বাড়িতে রেখে বাজারে যান তার স্বামী। পরে বাজার থেকে ফিরে দেখেন গলায় রশির মতো করে চাদর পেঁচানো অবস্থায় ঘরের মেঝেতে স্ত্রীর মরদেহ পড়ে আছে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে শেফালীর মরদেহ উদ্ধার করে বাড়ির উঠানে রাখে।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ওই নারীর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি আত্মহত্যা, না কি হত্যা। এ ঘটনায় শেফালী রাণীর ভাই দীলিপ কুমার থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ