ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. তৌফিক মিয়া (৩০) ও মহরম আলী (২৮)।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২০ ফেব্রুয়ারি) র্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার নবাবগঞ্জ থানার টিকরপুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজাসহ মো. তৌফিক মিয়া (৩০) ও মহরম আলীকে (২৮) গ্রেফতার করা হয়।
এতে আরও বলা হয়, এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দুটি মোবাইল ফোন ও নগদ ২৩০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ