গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারীর আনুমানিক বয়স ৩০ বছর। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ ছোটন শর্মা। তিনি বলেন, সকালে বনমালা এলাকায় রেললাইন পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন ওই নারী। এসময় তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, নিহত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক