রাজশাহীতে ইট বোঝায় ট্রলির ধাক্কায় এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। তার কামাল হোসেন (৫২)।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী নগরীর ভদ্রা বাবুল পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল রাজশাহীর দুর্গাপুর উপজেলার পাচুবাড়ী গ্রামের কাজেম আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, কামাল হোসেন একজন মুরগি ব্যবসায়ী। তিনি গ্রাম থেকে বাইসাইকেলে করে খাঁচায় মুরগি নিয়ে এসে শহরে বিক্রি করতেন। বুধবার সকালে দুর্গাপুর থেকে তিনি বাইসাইকেলে করে মুরগি নিয়ে ভদ্রা বাবুল পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রলি তাকে পিছন থেকে ধাক্কা দেয় এবং অনেক দূর পর্যন্ত ছেঁচড়ে টেনে নিয়ে যায়। এতে ওই ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনার পর চালক ট্রলি ফেলে পালিয়ে তাকে শনাক্ত করে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম