কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (২১ফেব্রুয়ারী) সন্ধ্যায় হৃীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর দেওয়াল সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার কাছে অভিযান পরিচালনা করা হয়। এসময় সিএনজি চালিত অটোরিক্সাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের দেহ ও সিএনজি তল্লাশী করে গাড়ির পিছনের সিটের উপর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্পের এফসিএন নং-২৫৭১৪৯, সি ব্লকের বাসিন্ধা বদিউল আলমের ছেলে আবু তৈয়ব (২৬) এবং হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ার আবু সুফিয়ানের ছেলে সাইফুল ইসলাম (২১)
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল