'বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে এই' স্লোগানে নওগাঁকে যক্ষ্মা মুক্ত করার প্রত্যয় নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নওগাঁ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে নওগাঁ প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ।
এছাড়াও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাকলী, নাটাবের জেলা কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলায় সর্বশেষ কোয়ার্টার (সেপ্টেম্বর হতে ডিসেম্বর ২০২২ পর্যন্ত) ১৩ হাজার ৩৯৬ ব্যক্তির পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৭২ ব্যক্তির যক্ষ্মা শনাক্ত হয়েছে। সরকারিভাবে তাদের চিকিৎসা প্রদান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন