ঝিনাইদহে বিশ্ব স্কাউট দিবস উদযাপন করা হয়েছে। তবে অনেকে দিবসটিকে ‘বিপি দিবস’ হিসেবে পালন করে থাকে। জেলা স্কাউটস’র আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা পরিষদের সচিব সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল হাসান খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে দিনব্যাপী স্কাউটসের ডে ক্যাম্পের উদ্বোধন করা হয়।
স্কাউটিং আন্দোলনের প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। তার হাত ধরে ১৯০৭ খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে। তাই ২২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী স্কাউট দিবস হিসেবে পালিত হয়।
বিডি প্রতিদিন/এমআই