বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ঘটনাস্থলে নিহত হয়েছেন। বুধবার দুপুরে বাগেরহাট-ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফকিরহাট উপজেলার কাকডাংগা গ্রামের মহর আলী সরদারের ছেলে সাদিক সরদার (২৫), একই গ্রামের আজাহার আলী সরদারের ছেলে সাকিব সরদার (২৩)। দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে ফকিরহাট উপজেলা সদর থেকে ফলতিতা বাজারে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জান জানান, বুধবার দুপুর সোয়া ২টায় বাগেরহাট-ঢাকা জাতীয় মহাসড়কের চেয়ারম্যানবাড়ি মোড়ে অজ্ঞাতনামা ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যুু হয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। লাশ দুটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম