রাজবাড়ীতে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
শামীম সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাজী কেরামত আলী। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সদস্য এস এম নওয়াব আলী, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা. আলেয়া বেগম, বানিবহ ইউয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. শেফালী আক্তার বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন