কুড়িগ্রামে ইমামদের নিয়ে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার দুপুরে কুড়িগ্রাম আরডিআরএস এর প্রশিক্ষণ হলরুমে কর্মশালার উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী।
এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, প্রকল্প কর্মকর্তা জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ।
ইউনিসেফ এর আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সোশ্যাল বিহেভিয়ার চেইঞ্জ প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম সদর উপজেলায় দুটি গ্রুপে ৪০জন ইমামকে নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন