শরীয়তপুরের ডামুড্যায় খাল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। বুধবার সকাল ৭টায় ফরাজীর টেক নামক স্থানের ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে ডামুড্যা থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে, খালে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফুল ইসলাম বলেন, ১ থেকে ২ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। লাশটি দূর থেকে জোয়ারের পানিতে ভেসে এসেছে। তার গায়ে কোন পোশাক ছিল না। প্রাথমিকভাবে মৃত্যুর রহস্য বুঝা যাচ্ছে না। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ মিশ্চিত হওয়া যাবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
এ ব্যাপারে ডামুড্যা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম