ভোলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে আবদুল গনি সরদার (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চরফ্যাশনের আবদুল্লাহপুর ইউনিয়নে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
সূত্র জানায়, আবদুল গনি সরদার দুপুরে নারিকেল গাছের পাতা কাটতে গেলে গাছের পাতা পল্লী বিদ্যুৎ এর তারে পড়ে। এতে বিদ্যুতায়িত হন তিনি।
সূত্র জানিয়েছে, একই ইউনিয়নে দুই বছর আগে পার্শ্ববর্তী ওয়ার্ডে নুরুল ইসলাম মাঝি (নুরু মাঝি) নামে এক ব্যক্তি সুপারি পাড়তে গাছে উঠলে পল্লী বিদ্যুৎ এর লাইনের তারের সাথে জড়িয়ে মারা যান।বিডিপ্রতিদিন/কবিরুল