২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৪২

বরিশালে আওয়ামী লীগ নেতা জামাল চৌধুরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে আওয়ামী লীগ নেতা জামাল চৌধুরীর মৃত্যু

এমরান চৌধুরী জামাল

বরিশাল মহানগর আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক এমরান চৌধুরী জামাল মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টার দিকে নগরীর চৌমাথা এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী এবং ২ ছেলে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

এর আগে এমরান চৌধুরী জামাল পৌরসভার কমিশনার ছিলেন। এক সময় জাতীয় পার্টির রাজনীতি করলেও ওয়ান ইলেভেনের পর আওয়ামী লীগে যোগ দেন তিনি। সবশেষ কমিটি গঠনের সময় ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন জামাল চৌধুরী। 

বাদ জুমা বরিশাল আঞ্চলিক ইজতেমা মাঠে জানাজা শেষে তাকে চৌমাথা মারকাজ মসদিজ গোরস্থানে দাফন করার কথা জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু হুমায়ুন কবির। 

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর