লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, শান্তি তো সব সময় শান্তি, শান্তি সমাবেশ মানে সরকার নার্ভাস হয়েছে। তারা শান্তি সমাবেশের নামে বিরিয়ানি, টাকা, চাকরির লোভ দেখিয়েও জনগণকে আনতে পারছে না। শান্তি সমাবেশ দেওয়ার কারণ, সরকার ভয়ে ভীত হয়ে গেছে। শান্তির নামে অশান্তি করেছে দেশে, আর অশান্তির কন্যা হচ্ছেন শেখ হাসিনা।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটে বিএনপি'র পদযাত্রা শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পদযাত্রাটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের মিশনমোড়ে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা। উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি'র সভাপতি মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আব্দুস সালাম, জেলা যুবদলের সভাপতি ভিপি আনিস, সম্পাদক হাসান আলী, জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হক লিমন।
বিডি প্রতিদিন/হিমেল