২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৪৫

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার বিকালে শহরের শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে এ শান্তি-সমাবেশ হয়। বিএনপি-জামায়াতের রাষ্ট্রবিরোধী চক্রান্ত, গণতান্ত্রিক ব্যবস্থা ও সকল উন্নয়ন ধ্বংস করার অপতৎপরতার বিরুদ্ধে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। সংগঠনের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অতিথি ছিলেন সাবেক সহ-সভাপতি আশাদুল হক বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর