কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার বিকালে শহরের শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে এ শান্তি-সমাবেশ হয়। বিএনপি-জামায়াতের রাষ্ট্রবিরোধী চক্রান্ত, গণতান্ত্রিক ব্যবস্থা ও সকল উন্নয়ন ধ্বংস করার অপতৎপরতার বিরুদ্ধে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। সংগঠনের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অতিথি ছিলেন সাবেক সহ-সভাপতি আশাদুল হক বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি।
বিডি প্রতিদিন/এএ