২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:২৪

পাবনায় শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি:

পাবনায় শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

পাবনার চাটমোহরে নিখোঁজের তিন দিন পর ইসমাইল হোসেন (৩০) নামের এক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ডাকাতের ভিটা এলাকার নলগাড়ি বিলের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে এবং সে পেশায় একজন শ্রমিক ছিলেন।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে গ্রামের বিলের মধ্যে জমিতে চাষ করতে কয়েকজন কৃষক বিলে যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি ভূট্টা ক্ষেত থেকে পচা দুর্ঘন্ধ আসতে থাকায় তারা কাছে গিয়ে একটি অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে তারা থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

নিহতের স্ত্রী মাহমুদা খাতুন জানান, তার স্বামী গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল। এ ব্যাপারে ২৫ ফেব্রুয়ারি চাটমোহর থানায় একটি জিডিও করা হয়েছিল। 

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর