বরগুনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় জেলা সদর উপজেলায় শিশু-কিশোরদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় বরগুনা কড়ইতলা সোনাখালী গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুুষ্ঠিত প্রতিযোগিতা পূর্ব সমাবেশে ইউনিসেফ প্রতিনিধি আজাদ মোড়ল শিক্ষার্থীদের বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদকের বিরুদ্বে শিশু-কিশোরদের সামাজিক আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা ক্রীড়া কর্মকর্তা নরেশ গাইন বলেন, লেখা-পড়ার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের শরীর চর্চাসহ নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দুইটি গ্রুপে ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
বিডিপ্রতিদিন/কবিরুল