পটুয়াখালীর গলাচিপায় জাতীয় বিমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আব্দুল মমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিয়া, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসা. ইসমত আরা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রহমানসহ বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ