সাম্প্রতিক সময়ে গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলায় গলা কেটে তিন ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডগুলোতে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে বুধবার দুপুরে সাদুল্লাপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাদুল্লাপুর উপজেলা শহরের পাবলিক লাইব্রেরির সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সাদুল্লাপুর উপজেলা শাখা। মানববন্ধনে নিহত পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন স্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে গাইবান্ধায় রেল লাইনের পাশে অটো চালক রাজু মিয়ার ও সাদুল্লাপুরে বাঁধের পাশে কৃষক সুরুত আলীর এবং ধাপেরহাটে মহাসড়কের পাশে মজিদ মিয়া নামের অটো চালকের গলাকাটা লাশ ফেলে রাখা হয়। অটোচালক দুজনকে হত্যা করে দুর্বৃত্তরা অটোরিক্সা ছিনতাই করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি প্রণব চৌধুরী, সাদুল্লাপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মকলেছুর রহমান, হত্যার শিকার রাজু মিয়ার মা রাবেয়া বেগম ও ভাই আজিজার রহমান প্রমুখ।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, অটো চালক রাজু মিয়া হত্যায় জড়িত ফ্যাকা চন্দ্র বর্মণকে গ্রেফতার করা হয়েছে। তার দেয়া তথ্যে অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। সাদুল্যাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, অটো চালক মজিদ মিয়া ও কৃষক সুরুত আলীর হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম