১ মার্চ, ২০২৩ ১৭:৫০

গাইবান্ধায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

গাইবান্ধায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত


নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার জেলা পুলিশের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেনের সভাপতিত্বে পুলিশ লাইন্সের হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. অলিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান, ইন্টেলিজেন্ট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইস মো. ইলিয়াস জিকু, সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা প্রমুখ।

পুলিশ পরিবারের উপার্জনকারী ব্যক্তি, যারা দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন, এমন ৪২ বীর পুলিশ সদস্যের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার। এর আগে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর