শহিদা বেগম (৬৫)। চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার বেতছড়ির বাসিন্দা। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বেশ কিছু দিন নিখোঁজ ছিলেন তিনি। সম্প্রতি রাঙামাটি শহরের বিএডিসি কলোনিতে তাকে খুঁজে পায় পুলিশ। বুধবার সকালে তার ছেলে মো. আমির হোসেনের কাছে তাকে হস্তান্তর করা হয়।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর আমিন জানান, গত ২৮ ফেব্রুয়ারি ওই নারীকে রাঙামাটি শহরের বিএডিসি কলোনিতে অজ্ঞাত পরিচয়হীন ঘুরতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে রাঙামাটি কোতয়ালী থানায় নিয়ে আসে। তবে মানসিক ভারসাম্যহীন নারী নিজের নাম পরিচয় কিছুই বলতে পারছিল না। তবুও যত্নসহকারে খাবার ও থাকার ব্যবস্থা করা হয় তার।
একই সাথে নারীর ছবি বিভিন্ন থানায় ও সোশ্যাল মিডিয়া ফেসবুকে দিয়ে তার পরিবারের সন্ধানে নামে পুলিশ। অবশেষে সন্ধান মিলে ওই নারী রাঙ্গুনীয়া উপজেলার বেতছড়ির বাসিন্দা। পরে খবর দেওয়া হয় তার সন্তানদের। তার ছেলে মো. আমির হোসেন তার মা খুঁজে পেয়ে আনন্দে বাড়ি নিয়ে যায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই