টাঙ্গাইলের সখীপুরে বন ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি করাতকল উচ্ছেদ করেছে বনবিভাগ। উপজেলার বহেড়াতৈল রেঞ্জের কাকড়াজান এলাকায় মঙ্গলবার দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান চলে।
অভিযান চালান টাঙ্গাইল সহকারী বন সংরক্ষক আবু সালেহ ও মো. আশিকুর রহমান। করাতকল মালিকদের নামে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় স্থানীয় বন বিভাগ।
বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা একেএম আমিনুর রহমান বলেন, বনের ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল নির্মাণ করা যাবে না। আর সখীপুর পৌর এলাকার বাইরে করাতকলের কোনো বৈধতা বা অনুমতি নেই। তাই কাকড়াজানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০টি করাতকলের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। মামলার স্বার্থে এখন করাতকল মালিকদের নাম বলতে পারছি না। এ অভিযান অব্যাহত থাকবে।বিডি প্রতিদিন/এমআই