কুয়াকাটায় উদ্ধার হওয়া ৫টি পদ্মগোখরা সাপ বনে অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবনে এসব সাপ অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এনিমেল লাভারস অফ পটুয়াখালী শাখার টিম লিডার মুসা, কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান ও মহিপুর বনবিভাগের বনকর্মীরা।
এসব সাপ আলমগীর নামের এক পেশাদার সাপুড়ের কাছ থেকে উদ্ধার করা হয়। পটুয়াখালী জেলা বন বিভাগের বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, বনবিভাগ এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতায় এসব সাপগুলো উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণি সংরক্ষণে তৎপর রয়েছে বনবিভাগ।
বিডি প্রতিদিন/এএম