জাতীয় বিমা দিবস ২০২৩ উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। উপজলায় কর্মরত ফারইস্ট ইসলামী লাইফ, হোমল্যান্ড লাইফ, ডেল্টার গ্রামীণ ও গণ বিমা, ন্যাশনাল লাইফ'র জনবিমাসহ ৪টি বিমা কোম্পানির কর্মী-কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আংগারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন্নাহার ইয়াসমিন, সরকারি জনতা কলেজের অধ্যক্ষ মোঃ লতিফুর রহমান এবং জাতীয় বিমা দিবস উদযাপন কমিটির উপজেলা প্রধান সমন্বয়কারী ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ সাংবাদিক এম আমির হোসাইন।
সভায় জামাল হোসেন মৃধা, জান্নাতুল ফেরদৌস, মোঃ ইলিয়াস খন্দকার, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ