ময়মনসিংহের ভালুকায় ছয়টি ভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে এসব ভাটাকে জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকটি ইটভাটা অকেজো করে দেয়া হয়। নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপন ও অবৈধভাবে ভূমির টপসয়েল ব্যবহারের কারণে এসব জরিমানা ও ভাঙচুর করা হয়।
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচলক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে জেলা পুলিশের সহযোগীতায় ভালুকা উপজেলার পলাশতলী এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে গড়ে উঠা সেভার ব্রিকস, সাফা ব্রিকস, রিফাত ব্রিকস ও খারুয়ালী গ্রামে অবস্থিত সিদ্দিকিয়া ব্রিকসকে ছয় লাখ টাকা করে এবং উপজেলার মেদিলা গ্রামে অবস্থিত আলম ব্রিকস ও পাঠান ব্রিকসকে তিন লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় পলাশতলী এলাকায় স্কুলের পাশে অবস্থিত সেভার ব্রিকস, সাফা ব্রিকস ও রিফাত ব্রিকস অকেজু করে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপপরিচালক মিহির লাল সর্দাও ও সহকারী পরিচালক নাজিয়া আক্তার উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচলক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ জানান, নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপন ও অবৈধভাবে ভূমির টপসয়েল ব্যবহারের কারণে এসব ইটভাটাকে জরিমানা ও তিনটি ভাটা ভাঙচুর করা হয়।
বিডি প্রতিদিন/এএ