মোবাইল কিনে না দেয়ার কারণে নেত্রকোনার পূর্বধলায় মো. ইত্তেকার দিনার রাফি (১৪) নামের স্কুলছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সকালে পুলিশ রাফির মরদেহ উদ্ধার করে। রাফি উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া গ্রামের মো. হারুন মিয়ার ছেলে এবং এন জারিয়া ঝানজাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে রাফি তার বাবা-মার কাছে মোবাইল কিনে দিতে দাবি জানিয়ে আসছিল। অবশেষে মোবাইল না পেয়ে অভিমানে মঙ্গলবার রাতের কোন এক সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে সকালে পরিবারের লোকজন তাকে ডেকে তুলতে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে।এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম