চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে চারটি গরু ও দুটি ছাগল মারা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলায় নাটুদাহ ইউনিয়নের বোয়ালমারী পশ্চিমপাড়ার জহিরুল হকের গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জহিরুল একই এলাকার কৃষক আলাল হোসেনের ছেলে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।বিডি প্রতিদিন/এএম