বাগেরহাটের শরণখোলা উপজেলা কেন্দ্রিয় সমবায় এসোসিয়েশন লিমিটেডের (বিআরডিবি) ত্রি-বার্ষিক নির্বাচনে মো. জিয়াউল হাচান তেনজিন সভাপতি ও মো. মিজানুর রহমান সহসভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার ভোটগ্রহণ শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সমবায় কর্মকর্তা আব্দুল হালিম।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম জানান, বিআরডিবির এই নির্বাচনে সভাপতি পদে দুই জন এবং সহসভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ৭৫ জন ভোটারই গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন। এতে জিয়াউল হাচান তেনজিন ‘চেয়ার’ প্রতীকে ৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল হোসেন নান্টু ‘আম’ প্রতীকে পেয়েছেন ১৯ ভোট। অপরদিকে ‘আনাসর’ প্রতীকে ৫২ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হেমায়েত উদ্দিন আকন ‘বই’ প্রতীকে পেয়েছেন ২২ ভোট। এর মধ্যে সভাপতি পদে ৩টি ও সহসভাপতি পদে ১টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণাকালে বিআরডিবির বিদায়ী সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সহসভাপতি মেজবাহ উদ্দিন খোকন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি প্রমূখ উপস্থিত ছিলেন।বিডি প্রতিদিন/হিমেল