মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে সরকারি ওষুধ। এতে করে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দুর্গাবদী শ্রীনদি সড়কের কাঁঠালের ব্রিজসংলগ্ন দারাদিয়া এলাকার সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ভিটামিন ‘এ’ ক্যাপসুলসহ বিপুল পরিমাণ সরকারি ওষুধ। বৃহস্পতিবার থেকে এসব ওষুধ পড়ে থাকতে দেখা গেছে। এ বিষয়ে মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের কেউ কিছু জানেন না বলে মন্তব্য করেছেন।
সড়কের পাশে ওষুধ পড়ে থাকার ঘটনাটি এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে। এর মধ্যে শুক্রবার রাতেই কে বা কারা সেখান থেকে বেশ কিছু ওষুধ সরিয়ে ফেলে। তবে শনিবার দুপুর পর্যন্ত সেখানে অসংখ্য ওষুধ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওষুধগুলোর মধ্যে কিছু ওষুধের মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে।নুহু খন্দকার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি গতকাল গরু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এসময় দেখি অসংখ্য ওষুধ রাস্তার পাশে পড়ে আছে। তবে শনিবার আবার যখন আসলাম, দেখলাম অনেক ওষুধ নিয়ে গেছে। আমরা জানি না, ওষুধগুলো কোথা থেকে কীভাবে এসেছে বা কারা নিয়ে গেছে।’
ইয়াসির মুন্সি নামে গ্রামের আরেক বাসিন্দা বলেন, ‘আমরা রাস্তার ঢালে নেমে দেখেছি এবং ওপরেও দেখেছি অনেক সরকারি ওষুধ আছে। এগুলো কোথা থেকে এসেছে, জানি না।’
এ ব্যাপারে মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মাসুদ পারভেজ বলেন, সরকারি ওষুধ তো রাস্তার পাশে থাকার কথা নয়। সরকারি ওষুধ একটি সিন্ডিকেট রাতের আঁধারে বিক্রি করে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করা উচিত।
রাজৈর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, ‘এতগুলো ওষুধ একসঙ্গে রাস্তার পাশে পড়ে থাকা, ভাবনার বিষয়। কারণ, এতগুলো ওষুধ একটি কমিউনিটি ক্লিনিক কখনোই একবারে পায় না। ওষুধগুলো কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে, তা তদন্ত করা হবে।
এ ব্যাপারে মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করার জন্য রাজৈর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিস্তারিত কিছু জানে না বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল