বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের কাছে হস্তান্তর এবং বিসিবির ভেন্যু বাতিলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বিকালে বগুড়া শহরের সাতমাথায় বগুড়াবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ক্রীড়া সংগঠক সুলতান মাহমুদ খান রনি, ছাত্র নেতা আল মাহিদুল ইসলাম জয়, মুকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, শিক্ষার্থীরা। এদিকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবি লোকবলসহ মালামাল গুটিয়ে নেওয়ার ঘটনায় খেলোয়াড় ও আম্পায়ারগণ প্রতিবাদ জানিয়েছেন। শনিবার দুপুর ১ টায় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলা চলাকালীন সময়ের মধ্যহ্ন বিরতীতে এই প্রতিবাদ জানান তারা। এই প্রতিবাদে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশ নেওয়া বগুড়া স্পোর্টস জন ও মেঘদ্বীপ ক্রীড়া চক্রের খেলোয়াড়রা অংশ নেন।
বক্তারা বলেন, বিসিবির এই সিদ্ধান্তে বগুড়ায় উদীয়মান ও নবীন ক্রিকেটারা ক্ষতিগ্রস্থ হবেন। বগুড়ায় আন্তর্জাতিক মানের যে মাঠ এটিও নষ্ট হয়ে যাবে। অনতিবিলম্বে এই সমস্যার নিরসন হোক। বিসিবির এমন আচরণে আমরা খুবই কষ্ট পেয়েছি। শুধু মুশফিকুর রহিম বা শফিউল ইসলাম নয় অনুর্ধ ১৯ দলের তামিম, তৌহিদ হৃদয়, নারী ক্রিকেটার খাদিজাতুল কোবরা, শারমিন সুলতানা, ঋতু মনিসহ আরো অনেক নারী ক্রিকেটার তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে স্টেডিয়াম এবং কোচসহ স্টাফরা। বিসিবি চলে গেলে বগুড়া তথা উত্তরাঞ্চলের নতুন প্রজন্মের ক্রিকেটার তৈরীতে বড় ধরণের ক্ষতি হবে। খেলাধুলা না থাকলে উঠতি বয়সের ছেলে-মেয়েরা বিপথে যাবে। মানববন্ধন থেকে গণমাধ্যকর্মীদের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। এছাড়া অনতিবিলম্বে বিসিবির এই সিদ্ধান্ত পরিহারের দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল