'রাজনীতি করতে হবে জনগণের জন্য। যেমন রাজনীতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি শাসক নই, আমি জনগণের সেবক’। তাকে অনুসরণ করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা কাজ করবে। নেতাকর্মীদের সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।’
শনিবার দুপুরে রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন এবং বর্ধিত সভায় বক্তারা এসব কথা বলেন। রামগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা হবে প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড। এ দলে টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাদকসেবীদের স্থান হবে না।
রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, বিশেষ বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু, সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহাবুব ইমতিয়াজ, রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলেয়ার হোসেন দেওয়ান বাচ্চু। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান ফয়সাল ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রাশেদ আলম ভূঁইয়া।
বিডি প্রতিদিন/এএম