চুয়াডাঙ্গার উকতো গ্রাম থেকে ছিনতাই হওয়া একটি অ্যাপাচি মোটরসাইকেল ও পূর্বে চুরি করা একটি এফজেড-এস মোটরসাইকেলসহ ছিনতাইকারী দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় আটক ছিনতাইকারীর কাছ থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত একটি মাস্টার কী উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।
আটক ছিনতাইকারীর নাম মো. মহাসিন ওরফে মোবারক (২৫)। সে পাবনা সদর উপজেলার চরকাতরা গুচ্ছগ্রামের কিতাব সরদারের ছেলে।পুলিশ সুপার জানান, গত ২৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রাম থেকে দর্শনা আজিমপুরের সোয়েব আলীর ছেলে সাহিদ হোসেনের একটি অ্যাপাচি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন ছিনতাই করে তিন দুষ্কৃতিকারী। পরে ২৭ ফেব্রুয়ারি তিনি চুয়াডাঙ্গা সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এরপর চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গোয়েন্দা তথ্য, স্থানীয়দের ভাষ্য ও প্রযুক্তির ব্যবহারে গত শনিবার (৪ মার্চ) কুষ্টিয়ার ভেড়ামারা থেকে অভিযুক্তকে আটক এবং দুটি চোরাই মোটরসাইকেল ও মোবাইলফোন উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন