৫ মার্চ, ২০২৩ ১৭:৪৯

সিরাজগঞ্জে ইয়াবাসহ আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে ইয়াবাসহ আটক ২

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক আসামিরা হল- কুমিল্লা জেলার বরুরা থানার মইশাইর গ্রামের মৃত জহিরুল হকের ছেলে নাজমুল হক বাহার (৫০) ও বগুড়া জেলা সদরের নামুজা গ্রামের মৃত আবুল প্রামনিকের মেয়ে রাবেয়া সুলতানা সুমী (৪২)।

রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশান আলী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর